টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

ক্রিকেট দুনিয়া September 13, 2021 1,200
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

এই বছরটা অনেক ব্যস্ত কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিটি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ।


বাংলাদেশের সামনে আরও রয়েছে কঠিন কিছু প্রতিপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও দুটি দেশের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ রয়েছে বাংলাদেশের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নভেম্বর এবং ডিসেম্বরে দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে টেস্ট এবং টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে বিসিবি।


ইতিমধ্যেই এই সিরিজ আয়োজনের ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।


আজ সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন বলেন, “পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট