আইপিএল মাতাতে রাতেই দেশ ছাড়ছেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া September 13, 2021 663
আইপিএল মাতাতে রাতেই দেশ ছাড়ছেন মুস্তাফিজ

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মুস্তাফিজ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।


নতুন খবর হচ্ছে, ভিসা জটিলতা কাটিয়ে আইপিএলের উদ্দেশে উড়াল দিবেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এখন অপেক্ষা শুধু টিকেটের জন্য। সেটি নিশ্চিত হলে আজ রাতেই দেশ ছাড়ার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের।


সাকিবের সঙ্গেই রোববার উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ভিসা জটিলতার কারণে একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিবেন বাংলাদেশ দলের এই কাটার মাস্টার। সেখানে পৌঁছেই কোয়ারেন্টিনে থাকবেন তিনি। কোয়ারেন্টিন পর্ব শেষ হলেই দলের সঙ্গে অনুশীলনে নামবেন।


আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয় ভাগ। এর আগে ভারতে অনুষ্ঠিত হলেও করোনার প্রকোপ বাড়লে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তবে সব শঙ্কা দূর করে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু আইপিএলে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটি।


এর আগে গতকাল রাত পৌনে দুইটার দিকে আইপিএল খেলতে দেশ ছাড়েন সাকিব আল হাসান। তিনি খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কলকাতার হয়ে এখনো উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলেও রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দলের হয়ে সাত ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।


এখন পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। তবে ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয়ভাগে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও উইকেটকিপার জস বাটলারকে পাবে মুস্তাফিজরা।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট