বিশ্বকাপে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক

ক্রিকেট দুনিয়া September 12, 2021 859
বিশ্বকাপে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক

বর্তমানে ৭ সপ্তাহের ক্যাম্পে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলবে। জানা গেছে, ওয়ানডে সিরিজে্ প্রথম দুই ওয়ানডেতে ‘এ’ দলের হয়ে খেলবেন উইকেটেরক্ষক মুশফিকুর রহিম।


সম্প্রতি ব্যাট হাতে নিজের স্বভাব সুলভ রুপ দেখাতে পারছেন না মুশফিকুর রহিম। ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচে ০ রানে আউট হয়েছেন দুইবার। রান করেছেন মাত্র ৩৭, যেখানে বল মোকাবিলা করেছেন ৭৫ টি! অর্থাৎ টি-টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ৫০ এর আশেপাশে। বিশ্বকাপের আগে মুশফিকের এমন ব্যাটিং চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশকে।


তাই নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলার ইচ্ছে পোষণ করেছেন মুশফিকুর রহিম। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে দেখা যাবে তাকে। এই খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।


উল্লেখ্য, সূচি অনুযায়ী এইচপি ও ‘এ’ দলের সিরিজটি শুরু হবে দুটি চারদিনের ম্যাচ দিয়ে। চারদিনের ম্যাচের পর দুই দল তিনটি ওয়ানডে খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


১৬ থেকে ১৯ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচের পর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। লংগার ভার্সন শেষে ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। - স্পোর্টসজোন২৪