সুপার লিগের মর্যাদা হারাল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

ক্রিকেট দুনিয়া September 12, 2021 1,133
সুপার লিগের মর্যাদা হারাল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে ডিআরএসের ব্যবহার হচ্ছে না। তাই দুই দলের ওয়ানডে সিরিজ হারাল সুপার লিগের মর্যাদা। পাকিস্তান অনেক চেষ্টা করেও নিউজিল্যান্ড সফরে ডিআরএসের ব্যবস্থা করতে পারেনি। দ্বিপাক্ষিক এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টির আগে মাঠে গড়াবে তিনটি ওয়ানডে। স্বভাবতই ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ার কথা।


তবে আইসিসি জানিয়েছে, ডিআরএস না থাকায় এই ম্যাচগুলো সুপার লিগের মর্যাদা পাবে না। যদিও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজে ডিআরএসের ব্যবহার না থাকলেও সিরিজের তিনটি ম্যাচই সুপার লিগের মর্যাদা পেয়েছিল।


ডিআরএসের অভাবে সুপার লিগের মর্যাদা না পাওয়ার বিষয়টি মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) দুই বোর্ডই। ২০২২-২৩ মৌসুমে আবারও পাকিস্তান সফরে যাবে কিউইরা।


সেই সফরে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড, যা ওয়ানডে সুপার লিগের অংশ হবে বলে দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ড আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে তিনটি ওয়ানডে খেলবে।


সূত্রঃ বিডি ক্রিক টাইম