আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ৩ ইংলিশ ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া September 11, 2021 884
আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ৩ ইংলিশ ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের টুর্নামেন্টের বাকি অংশের খেলা। খেলা আবারও মাঠে গড়াতে সপ্তাহখানেকই বাকি, তার আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ৩ ক্রিকেটার।


আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ৩ ক্রিকেটার হলেন – জনি বেয়ারস্টো, ডেভিড মালান ও ক্রিস ওকস। বেয়ারস্টোর সানরাইজার্স হায়দ্রাবাদ, ডেভিড মালানের পাঞ্জাব কিংস ও ওকসের দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিলো তাদের।


ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের স্কোয়াডে ছিলেন নাম প্রত্যাহার করে নেওয়া এই ৩ ইংলিশ ক্রিকেটারের, সিরিজ শেষ করে আইপিএল খেলতে সরাসরি আরব আমিরাতে যাওয়ার কথা ছিলো তাদের। কিন্তু করোনা মহামারির কারণে টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেছেন ক্রিকেটাররা।


জৈব সুরক্ষা বলয় থেকে বের হওয়ার কারণে আরব আমিরাতে পৌঁছে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ইংলিশ ক্রিকেটারদের, যেটা এড়িয়ে যেতে চায় তারা। আইপিএল থেকে ৩ ক্রিকেটারের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্টোল বোর্ড (বিসিসিআই)।


বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, “তারা (জনি বেয়ারস্টো, ডেভিড মালান ও ক্রিস ওকস) আরব আমিরাতের বিমানে উঠবেন না। তাদের নাম প্রত্যাহারের অন্যতম কারণ হল ছয় দিনের কোয়ারেন্টাইন, যা তাদের আগে করার দরকার ছিল না।”


এরই মধ্যে ডেভিড মালানের রিপ্লেসমেন্টও নিয়েছে পাঞ্জাব কিংস, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ এই ব্যাটারর বদলে তারা দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মারকারামকে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি