৩-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। আর তাই শেষ ম্যাচকে আনুষ্ঠানিকতা রক্ষা হিসেবে দেখছে দল। এরই ধারাবাহিকতায় দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বিশ্রাম।
সিরিজের প্রথম চার ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচের একাদশে তাই নিশ্চিতভাবেই আসছে একাধিক পরিবর্তন। একাদশে সুযোগ পেতে পারেন পেসার শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনকে তাই বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুস্তাফিজুর রহমান না থাকায় একাদশে ফিরবেন তাসকিন আহমেদ।
অন্যদিকে বেশ কয়েক ম্যাচ পর একাদশে ফিরবেন আমিনুল ইসলাম বিপ্লব। শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকারও পাবেন ম্যাচ খেলার সুযোগ। তবে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে শেখ মেহেদী হাসানকে।
পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ডের একাদশেও। হালকা চোটে পড়া টম ব্লানডেল খেলতে না পারলে তার জায়গায় দেখা যাবে ম্যাট হেনরিকে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।
নিউজিল্যান্ড : রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল/ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি, এজাজ পেটেল, হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।
সূত্রঃ বিডি ক্রিক টাইম