নিউজিল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আর তাই শেষ ম্যাচ বিশ্রাম দেওয়া হচ্ছে দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজ বাদেও বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা বায়োবাবলেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলেছেন দলের এ বাঁহাতি পেসার। তবে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। মুস্তাফিজের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র।
শুধু মুস্তাফিজই নয় শেষ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন স্পিনার নাসুম আহমেদও। এছাড়াও শঙ্কা আছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে। গত ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। যে কারণে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সাইফউদ্দিন বাদেও চতুর্থ টি-টোয়েন্টিতে চোট পেয়েছেন সাকিব আল হাসান।
পুরনো চোটের স্থানেই আবারো ব্যথা পেয়েছেন এ শীর্ষ অলরাউন্ডার। যে কারণে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আলা হাসানকে। মুস্তাফিজ বিশ্রামে থাকলে একাদশে ঢুকতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। চলমান সিরিজে এখনো একাদশে নামা হয়নি এ তরুণ পেসারের।
সূত্রঃ বিডি ক্রিক টাইম