টি-টোয়েন্টিতে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া September 9, 2021 1,403
টি-টোয়েন্টিতে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে নেই অলরাউন্ডার বেন স্টোকস, ফিরেছেন পেসার তাইমাল মিলস।


অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়াতেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই বেন স্টোকস। এছাড়ও দলের আরেক সিনিয়র ক্রিকেটার জো রুট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে অনিচ্ছা দেখানোয় তাকেও রাখা হয়নি দলে।


অন্যদিকে ইংল্যান্ড দলে সবচেয়ে বড় চমক বলা যেতে পারে পেসার তাইমাল মিলসকে। ২০১৭ সালের পর থেকে এই ক্রিকেটারকে ইংল্যান্ডের কোন ফরম্যাটের দলেই দেখা যায়নি। তবে ৪ বছর বাদে ফিরতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে।


এছাড়াও ইংল্যান্ডের ১৫ জনের স্কোয়াড আছেন দ্য হান্ড্রেডে ব্যাট হাতে মাতানো লিয়াম লিভিংস্টোন, জেসন রয়রা। এদিকে রিজার্ভ তালিকায় দলের সাথে যাবেন, টম কারান, লিয়াম ডওসন ও জেমস ভিঞ্চ।


ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।


স্ট্যান্ডবাই : টম কারান, লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪