প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারালো জিম্বাবুয়ে

ক্রিকেট দুনিয়া September 9, 2021 823
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩৮ রানে হারালো জিম্বাবুয়ে

প্রথমে ব্যাট করে ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ফিফটিতে লড়াকু পুজি পেল সফরকারী জিম্বাবুয়ে। উইলিয়াম পোর্টারফিল্ড ও হ্যারি টেক্টরের ব্যাটে লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষদিকে দারুণ বোলিংয়ে ৪১ রানে ৭ উইকেট তুলে নিয়ে জয়ের হাসিতে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।


বেলফাস্টে বুধবার প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ২৬৬ রানের পুঁজি নিয়ে তারা স্বাগতিকদের থামিয়ে দিয়েছে ২২৮ রানে।


টেইলর ও আরভিনের ৭১ রানের জুটিতে ২৬৬ রান তোলে জিম্বাবুয়ে। টেইলর এক রানের জন্য ফিফটি না পেলেও জিম্বাবুয়ে অধিনায়ক খেলেন ৬৪ রানের ইনিংস। শেষ দিকে ৪৪ বলে অপরাজিত ৫৯ করেন সিকান্দার রাজা।


রান তাড়া করতে নেমে দুই উইকেটে ১৬২ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড, ৩৪ ওভারে। শেষ ১৬ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০৫ রান, হাতে ছিল ৮ উইকেট। কিন্তু সেখান থেকে আর বেশিদূর যেতে পারেনি স্বাগতিকরা। ১৮৭ রানে ৩ উইকেট থেকে ২২৮ রানে অল আউট হয় আইরিশরা।


২৯ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার ব্লেসিং মুজারাবানি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিকান্দার রাজা। আগামী শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪