মুস্তাফিজ-নাসুমের দুর্দান্ত বোলিংয়ে ৯৩ রানে অলআউট নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া September 8, 2021 657
মুস্তাফিজ-নাসুমের দুর্দান্ত বোলিংয়ে ৯৩ রানে অলআউট নিউজিল্যান্ড

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে সিরিজ জয়।


ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ১৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে জড়ো করেছে ৯৩ রান। জয়ের জন্য বাংলাদেশকে তাড়া করতে হবে ৯৪ রানের লক্ষ্য।


সংক্ষিপ্ত স্কোর


টস : নিউজিল্যান্ড


নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)

ইয়ং ৪৬, ল্যাথাম ২১

নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০১২-৪


জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান।


সূত্রঃ বিডি ক্রিক টাইম