এই ম্যাচ জিতলে প্রথমবারের মত কিউইদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর কীর্তি গড়বে টাইগাররা। ম্যাচে টস ভাগ্য এসেছে নিউজিল্যান্ডের পক্ষে। টস জিতে আজও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
বাংলাদেশ এই ম্যাচেও খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। একাদশে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।
সূত্রঃ বিডি ক্রিক টাইম