সাতটি নতুন নিয়মে আরব আমিরাতে শুরু হবে বাকি আইপিএল

ক্রিকেট দুনিয়া September 8, 2021 884
সাতটি নতুন নিয়মে আরব আমিরাতে শুরু হবে বাকি আইপিএল

করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু এখনও বিপদ কাটেনি। বারবার বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই আরব দেশে আইপিএলের দ্বিতীয় অংশ নিয়ে বেশ কড়া স্বাস্থ্যবিধি তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সঙ্গে মাথায় রাখতে হচ্ছে আরব আমিরাতে কড়া কোভিড বিধি। তাই আইপিএলের দ্বিতীয় অংশ নতুন সাতটি নিয়ম মানতে হবে সব দলের প্রত্যেক সদস্যকে।


দেশের মাঠে আইপিএলের প্রথম অংশে বায়ো বাবলে হানা দিয়েছিল করোনা। একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ কোভিড সংক্রমিত হয়েছিলেন। আরব দেশে যেন আবার একই লজ্জায় না পড়তে হয় সে দিকে সজাগ দৃষ্টি বিসিসিআইয়ের। কোন সাত নতুন নিয়মে হবে আইপিএল?


১. হোটেলে দলগুলির সীমা

কোনও পরিচিত, অপরিচিত ব্যক্তি যাতে হোটেলে ক্রিকেটার বা দলের অন্যদের কাছাকাছি পৌঁছতে না পারে, তার জন্য প্রত্যেক দলের সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দলগুলিকে বলা হয়েছে, গোটা হোটেল বুক করতে। সেটা সম্ভব না হলে সংশ্লিষ্ট হোটেলের একটি নির্দিষ্ট অংশ বুক করতে হয়েছে ফ্রাঞ্চাইজিগুলিকে। এবং সেই সীমায় দলের বাইরের কারও ঢোকা নিষিদ্ধ। দলের কেউ এই সীমার বাইরে যেতে পারবেন না।


২. বায়ো বাবল ম্যানেজার

আইপিএলের তৈরি বায়ো বাবল যাতে কেউ ভাঙতে না পারে, সেদিকে নজর রাখতে প্রত্যেক দল চার সদস্যের বায়ো বাবল ম্যানেজার তৈরি করেছে। দলের সবার দিকে নজর রাখার দায়িত্ব তাদের উপর। কেউ নিয়ম ভাঙলেই কর্তৃপক্ষকে জানানোর দায়িত্ব তাদের।


৩. বল বদল

বিভিন্ন গবেষণা জানিয়েছে ক্রিকেট বল কোভিড নাইন্টিনের বাহক নয়। কিন্তু বিসিসিআই কোনও ঝুঁকি নিতে রাজি নয়। বল গ্যালারিতে গেলে বা মাঠের বাইরে গেলে সেই বল বদল দেওয়া হবে। বাইরে যাওয়া বলকে স্যানিটাইজ করে পরে ব্যবহার করা হবে।


৪. আলাদা প্রবেশপথ

বাইরের মানুষের সঙ্গে দলের সদস্যদের হোটেলে ঢোকার রাস্তা সম্পূর্ণ আলাদা। সেই রাস্তা দিয়েই অনুশীলন বা ম্যাচ খেলতে যাবেন ক্রিকেটাররা। ফিরবেনও একই পথে।


৫. তিনটি আরটিপিসি আর টেস্ট

বায়ো বাবলে ঢোকার আগে প্রত্যেক সদস্যের তিনটি জঞচঈজ টেস্ট হবে। যাঁরা অন্য বাবল থেকে না এসে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন, তাঁদের এই তিনটি পরীক্ষা বাধ্যতামূলক। সাতদিনের মধ্যে হবে তিনটি আরটিপিসিআর টেস্ট। সব ক’টি রিপোর্ট নেগেটিভ হলেই বায়ো বাবলে ঢুকতে পারবেন সেই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ।


৬. ক্রিকেটারদের পরিবার ও দলের মালিকদেরও থাকতে হবে বায়ো বাবলে-

শুধু ক্রিকেটার বা দলের সাপোর্ট স্টাফ নন, তাদের পরিবারের সদস্য, এমনকি গ্যালারিতে থাকা দলের মালিক বা তাদের পরিবারকেও থাকতে হবে বায়ো বাবলে। সেটা না হলে ক্রিকেটারদের কাছাকাছি যেতে পারবেন না তারা।


৭. বাবল থেকে বাবলে

অনেক আন্তর্জাতিক ক্রিকেটার তাদের জাতীয় দলের দায়িত্ব সামলে আসবেন আইপিএল খেলতে। যারা অন্য বায়ো বাবল থেকে আইপিএলের বাবলে ঢুকবেন, তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে না। তারা সরাসরি আইপিএল বাবলে ঢুকতে পারবেন। যেমন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর অংশ নেবেন ওই দুই টিমের ক্রিকেটাররা। তারা ইংল্যান্ড থেকে আরব দেশে এসে সরাসরি তাঁদের নিজেদের দলের সঙ্গে যোগ দিতে পারবেন।


আমিরশাহিতে বায়ো বাবল নিয়ে কেন এত হইচই বা কড়াকড়ি? একটাই কারণ, আইপিএলের বাকি ম্যাচেই শুরু হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বোধন। কোনও ক্রিকেটার যাতে করোনা-সমস্যায় না পড়েন, তাই এত কড়া পদক্ষেপ নিতে চাইছে বিসিসিআই। – টিভি৯ বাংলা