আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন!

ক্রিকেট দুনিয়া September 8, 2021 1,079
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন!

বিশ্বকাপের আগে আর মাত্র দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা হিসাবে এই দুই ম্যাচ পাবেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।


তাইতো আজকের ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে দেখা গিয়েছে নাঈম শেখ এবং লিটন দাসকে। সেখানে আসতে পারে একটি পরিবর্তন। এই দুইজনের যে কোন এক জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে।


অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাইড বেঞ্চে বসে আছেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন এর জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট