ভারতের বিপক্ষে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া September 7, 2021 1,001
ভারতের বিপক্ষে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে ডাক পেয়েছেন জস বাটলার এবং স্পিনার জ্যাক লিচ। ছুটি কাটিয়ে বাটলার দলে ফেরায় বাদ পড়লেন স্যাম বিলিংস।


দ্বিতীয় সন্তান জন্মের সময় কাছে থাকতে চতুর্থ টেস্টে ছিলেন না বাটলার। শেষ ম্যাচের দলে ফিরলেন তিনি। প্রথম দুই টেস্টের দলে ছিলেন লিচ। কিন্তু ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে একাদশে ঢুকতে ব্যর্থ হওয়ায় তাকে সমারসেটের হয়ে খেলার জন্য অব্যাহতি দেওয়া হয়। এবার তাকেও ফেরানো হয়েছে ম্যানচেস্টারের স্পিন বান্ধব উইকেট চিন্তায়।


ইংল্যান্ডের ১৬ জনের দল: জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম ক্যারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।


সূত্রঃ এসএনপি স্পোর্টস