ব্যাটিং বিপর্যয়ের কারণে পেছাল টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া September 6, 2021 872
ব্যাটিং বিপর্যয়ের কারণে পেছাল টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আগামী ১৭ অক্টোবর থেকে ওমানের শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ১০ সেপ্টেম্বর-এর মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে প্রতিটি ক্রিকেট বোর্ডকে।


তারই ধারাবাহিকতায় গতকাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছিলেন, “আমাদের তিনজন স্পিনার আছেন, চারজন পেসার আছে। সেখানে একটা ব্যাপার হতে পারে যে দুবাইতে আমরা একজন পেসার বাড়তি নিয়ে যাব কিনা”।


“এই ব্যাপারগুলো চূড়ান্ত করার ব্যাপার আছে। আসলে আমরা কী করবো, পেসার একজন বাড়তি নেবো কিনা, স্পিনার কয়জন থাকবে, বাড়তি কোনও ব্যাটসম্যান থাকবে কিনা, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’


কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছিল আজ দুপুরের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা।


মূলত গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বনিম্ন টি-টোয়েন্টি রানে অলআউট হয় পিছিয়ে গেছে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা। গতকাল রবিবার নিউজিল্যন্ডের বি টিমের কাছে ৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ! এই পরাজয়ের সঙ্গে যোগ হয়েছে ৭৬ রানে অল-আউট হওয়ার লজ্জা।


এই লজ্জাজনক হারের ফলেই দলের মাঝে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ ভাবতেই পারেনি, বাংলাদেশের ব্যাটিং এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে! এই ব্যাটিং বিপর্যয় দেখেই নাকি নির্বাচকেরা বিশ্বকাপ দল নিয়ে নতুন করে ভাবছেন।


বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদিকদের বলেছেন, আজ সোমবার দল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। আগামী ৮ সেপ্টেম্বর কিংবা এর পরবর্তী দুই দিনে দল ঘোষণার সম্ভাবনা আছে।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট