আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সোমবার দুপুরে ১৫ সদস্যের দল অনুমোদন দেয় পিসিবি।
তবে এর পর পরই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। একই সঙ্গে পদত্যাগ করেছেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোমবার দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বকাপ শুরুর হতে আর মাত্র দেড় মাসের মতো সময় বাকি। এই সময় তাদের বিদায় নেওয়াটা বেশ বিস্ময়কর। তাছাড়া বোর্ডের সঙ্গে তাদের চুক্তির মেয়াদও আরও এক বছর বাকি ছিল।
আসছে নিউজিল্যান্ড সিরিজের জন্য এই দুই পদে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক দুই বোলার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক।
সূত্রঃ স্পোর্টসজোন২৪