টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংসের তালিকা

ক্রিকেট দুনিয়া September 6, 2021 871
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংসের তালিকা

চার-ছক্কার ফুলঝুরি ছোটানো ২০ ওভারের ছোট ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেট। তবে এই ফরম্যাটে অল্প রানেই গুটিয়ে যাওয়ার ঘটনাও আছে বেশ কয়েকটি। বাংলাদেশ দলও বেশ কয়েকবার অলআউট হয়ে গেছে ছোট পুঁজিতেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংসের চারটাই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, অপরটি শ্রীলংকার বিপক্ষে।


১. ৭০, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৬


টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা এটিই। ২০১৬ সালের ২৬শে মার্চ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৫ রান তোলে নিউজিল্যান্ড। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ২২ রানে নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৭০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। পুরো ব্যাটিং লাইনআপের মাত্র তিনজন ছুঁতে পেরেছিলেন দুই অঙ্কের কোটা। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয় সেই ম্যাচ দিয়েই।


২. ৭৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০২১


নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ঘটেছে এই ঘটনা। আগে ব্যাট করে কিউইরা ১২৮ রান তোলে ৫ উইকেট হারিয়ে। জবাবে টাইগাররা যেন ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী করতে নেমেছিল। ১৯.৪ ওভারে ৭৬ রানেই সব উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে ৫২ রানের বড় ব্যবধানে। পুরো ইনিংসে ১০ রানের গণ্ডি পার করতে পেরেছেন মাত্র তিনজন। একেবারে ভুলে যাওয়ার মতই একটা ইনিংসই ছিল এটি।


৩. ৭৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০২১


এবছরের গোড়ার দিকে নিউজিল্যান্ড সফরে যায় টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ১০ ওভারে। আগে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ২৯ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪১ রানের বিশাল পাহাড় গড়ে কিউইরা। জবাবে ৯.৩ ওভারে মাত্র ৭৬ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের উদাহরণ ছিল এই ইনিংস। ১০ এর চেয়ে বেশি রান করতে পেরেছিলেন কেবল দুইজন। সেই সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।


৪. ৭৮, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০১০


২০১০ সালে হ্যামিল্টনে এই ইনিংস খেলে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে চরম হতাশাজনক পারফরম্যান্স এসেছিল টাইগার ব্যাটসম্যানদের কাছ থেকে। ১৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ডেনিয়েল ভেট্টোরি ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৩টি। জবাবে মাত্র ৮.২ ওভারেই টাইগারদের দেওয়া টার্গেটে পৌঁছে যায় নিউজিল্যান্ড, ম্যাচ জেতে ১০ উইকেটে।


৫. ৮৩, প্রতিপক্ষ শ্রীলংকা, ২০০৭


২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৪৭ রান। ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৮৩ রানেই শেষ হয় টাইগারদের ইনিংস। লঙ্কান পেসার চামিন্দা ভাস ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে নেন দুই উইকেট।


সূত্রঃ বিডিক্রিকটাইম