টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া September 6, 2021 1,092
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সোমবার দুপুরে ১৫ সদস্যের দল অনুমোদন দেয় পিসিবি। বিশ্বকাপেও যথারীতি নেতৃত্ব দিবেন বাবর আজম, সহ অধিনায়ক হিসেবে থাকছেন সাদাব খান।


আগামী নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, ও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ জনের সাথে রিজার্ভ প্লেয়ার হিসেবে তিনজন। তারা হলেন- ফখর জামান, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।


এদিকে পাকিস্তানের বিশ্বকাপ দলে দুই সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মধ্যে শুধু মোহাম্মদ হাফিজ দলে আছেন। অনেক আলোচনা হলেও সুযোগ হয়নি শোয়েব মালিকের। মূল দলে আছেন আজম খান। টিকে গেছেন আসিফ আলিও।


নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল:


বাবর আজম, সাদাব খান, আসিফ আলি, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, আজম খান, শোয়াইব মাকসুদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।


রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ ধানি, উসমান কাদির।


সূত্রঃ স্পোর্টসজোন২৪