পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
উইনিং কম্বিনেশন ধরে রাখতে এই ম্যাচেও বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দাবি অনুযায়ী, এই ম্যাচে নুরুল হাসান সোহানের পরিবর্তে মুশফিকুর রহিমকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখার সম্ভাবনা রয়েছে।
তবে যথারীতি পরিবর্তন দেখা যেতে পারে নিউজিল্যান্ডের একাদশে। করোনা নেগেটিভ হয়ে স্কোয়াডে ফেরা ফিন অ্যালেনকে এই ম্যাচে একাদশে রাখতে পারে অতিথি দলটি।
সেক্ষেত্রে কপাল পুড়তে পারে টম ব্লানডেলের। তবে অ্যালেন শারীরিক-মানসিক ধকলের কারণে এই ম্যাচে না খেললে ব্লানডেলই থাকবেন একাদশে। একাদশে থাকার ক্ষেত্রে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ম্যাট হেনরি ও বেন সিয়ার্সের।
• একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : রাচিন রবীন্দ্র, টম ব্লানডেল/ ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ পেটেল, হামিশ বেনেট, বেন সিয়ার্স/ম্যাট হেনরি।
সূত্রঃ বিডি ক্রিক টাইম