বিসিবির ফিক্সড ডিপোজিট বেড়ে দাড়ালো ৯০০ কোটি টাকা

ক্রিকেট দুনিয়া September 4, 2021 940
বিসিবির ফিক্সড ডিপোজিট বেড়ে দাড়ালো ৯০০ কোটি টাকা

ক্রিকেট বিশ্বে অর্থের দিক দিয়ে অনেক প্রভাবশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবার আরো ধনী হলো। এতোদিন ৫০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছিলো বিসিবির। এবার সেই ডিপোজিট দাঁড়ালো ৯০০ কোটি টাকায়।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে ক্রমেই বাড়ছে বিসিবির আর্থিক সক্ষমতা। তবে মুনাফা অর্জনের এই পথ ছিলো বেশ চ্যালেঞ্জিং। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ সেই চ্যালেঞ্জ ভালোই মোকাবেলা করছে।


ক্রিকেটারদের বেতন বাড়ানো, ঘরোয়া ক্রিকেটে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বোর্ডের খরচ বেড়েছে কয়েকগুন। তবে সেই সাথে বোর্ডের আয়ও বাড়ছে। আর এই বাড়তির বড় একটা অংশ আসছে জাতীয় দলের স্পন্সর থেকে। ক্রিকেটাররা মাঠে পারফর্ম করছেন, তাতে করে ক্রমেই বড় হচ্ছে বিসিবির একাউন্ট।


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে আর্থিক বরাদ্ধ আগের অবস্থানে থাকলেও বিসিবির নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়ছে। জাতীয় দলের স্পন্সর, টিভি স্বত্ব বিক্রিসহ নানা খাত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থ সম্পদের মালিক হচ্ছে।


বিদেশী স্পন্সর নয়, দেশী স্পন্সরদের নিয়ে এগিয়ে যাচ্ছে বোর্ড জানিয়ে সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিদেশী বড় বড় স্পন্সর বাদ দিয়ে দেশি স্পন্সর নিয়ে আমরা ক্রিকেটার ও কোচিং স্টাফদের বেতন বাড়িয়েছি। অন্তত দশ গুণ বেড়েছে বেতন। এত কিছু করার পরও গত দুই মেয়াদে আমাদের এফডিআর আছে প্রায় ৯০০ কোটি টাকার মতো।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস