সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 4, 2021 950
সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।


এবছর ১৩ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৮ ম্যাচে, এর আগে এক বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয় ছিলো ২০১৬ সালে। সে বছর ১৬ টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ জয় পেয়েছিলো ৭ টি ম্যাচে, ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জিতেছিলো ৫ ম্যাচে।


২০২১ সাল বিশ্বকাপের বছর হওয়ায় রেকর্ডটি আরও সমৃদ্ধ করার সুযোগ পাবে মাহমুদউল্লাহ রিয়াদরা, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও আরও ৩ টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।


এ বছর বাংলাদেশের ৮ জয়ের ৬ টিই এসেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ৭ ম্যাচে, বাকি দুইটি জয় জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি