গত বুধবার ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কারণে এ উন্নতি টাইগারদের।
বুধবারই আইসিসি প্রকাশিত সবশেষ হালনাদাগে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে নিউজিল্যান্ডে বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় তুলে নিয়ে বাংলাদেশ এখন র্যাংকিংয়ে ৬ উঠে এসেছে।
এর আগে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়ায় ২৩৮, আর আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের পর পয়েন্ট দাড়িয়েছে ২৪১. ফলে ২৪০ পয়েন্ট নিয়ে থাকা অস্ট্রেলিয়াকে টপকে গেল বাংলাদেশ। আর ২৪০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান এখন সাত নম্বুরে।
উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে ভারত আর তৃতীয় স্থানে আছে পাকিস্তান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪