দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 3, 2021 687
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুই ব্যাটার যোগ করেন ৫৯ রান। ২৯ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস।


একই ওভারে সাকিবের পরিবর্তে তিনে আসেন মুশফিকুর রহিম। কিন্তু দিনটা ভালো ছিল না তার। রাচীন রবীন্দ্রের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। পজিশনে রদবদল করে চারে আসেন সাকিব। কিন্তু তিনিও খুব একটা কিছু করতে পারেননি। তবে ব্যাটিং শুরু করেছিলেন ভালোভাবেই।


কোল ম্যাককনচির ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে বল তুলে দেন লংঅফে। সেখানে থাকা অভিষিক্ত বেন সিয়ার্স দুই বারের চেষ্টায় বলটি তালুবন্দি করেন। ৭ বলে ১২ করে সাজঘরে ফেরেন সাকিব। দলীয় ১০৬ রানের মাথায় ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ নাঈম।


দ্বিতীয় ম্যাচে নামতে পেরেও রান করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। গ্র্যান্ডহোমের বলে লং অনে ধরা পড়েন এজাজ প্যাটেলের হাতে। তার ব্যাট থেকে আসে ৩ বলে ৩ রান।


আবারো দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৩২ বলে ৫ টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৭ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও ৮ বলে ১২ রান করে কাজী নুরুল হাসান সোহান।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট