অস্ট্রেলিয়া, উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া September 2, 2021 735
অস্ট্রেলিয়া, উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল, নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারি। এর পাশাপাশি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের অনুমোদনের বিষয়টি জানিয়েছে এসিবি।


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে, ক্রিকেটেও তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছে। যদিও ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখারই ঘোষণা দিয়েছে তারা, তারই অংশ হিসেবে নভেম্বরে আফগানদের অস্ট্রেলিয়া সফরের বিষয়টি অনুমোদন দিয়েছে তালেবানরা।


করোনা পরিস্থিতির কারণে দুইবার স্থগিত হয়েছে আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর, নতুন পরিকল্পনা অনুযায়ী এবছরের নভেম্বরের অজিদের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট খেলবে আফগানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই হতে যাওয়া এই সিরিজের জন্য অনুমতি পেয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


অস্ট্রেলিয়া সফরের অনুমোদন পাওয়ার বিষয়ে এসিবির প্রধান নির্বাহী হামিদ শেনওয়ারি বলেন, “আমরা অস্ট্রেলিয়ায় দল পাঠানোর বিষয়ে অনুমোদন পেয়েছি। ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হবে।


ঘরোয়া লিগ আপাতত স্থগিত, পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা ঘরোয়া লিগ শুরু করব।”ত্রিদেশীয় সিরিজের বিষয়ে হামিদ শেনওয়ারি বলেন, “এছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাব।


তারপর আমরা সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে খেলতে যাব। ফলে টি-২০ বিশ্বকাপের আগে আমরা আরও একটি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছি। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ হবে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি