নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া September 2, 2021 799
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজে প্রথমবারের দলে ডাক পেয়েছেন চার তরুণ ক্রিকেটার। তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে প্রায় এক বছর পরে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ।


চলতি বছরের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার মোহাম্মদ ওয়াসিম জায়গা করে নিয়েছেন ওয়ানডে সিরিজেও। দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন আরেক পেস বোলার শাহনেওয়াজ দাহানি ও লেগস্পিনার জাহিদ মাহমুদ।


মোহাম্মদ রিজওয়ানের পাশাপাশি কিপিং হিসেবে স্কোয়াডে প্রথম ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। কিউইদের বিপক্ষে দলে জায়গা হারিয়েছেন হারিস সোহেল, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ এবং শোয়েব মাকসুদ।


তারা সবাই চলতি বছরে ইংল্যান্ড সিরিজে ছিলেন। সুপার লিগের অন্তর্ভুক্ত তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।


পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ ও উসমান কাদির।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট