নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার রেকর্ড গড়ে জিতেছে টাইগাররা।
কিউইদের সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা। মোস্তাফিজ-সাকিব-নাসুমদের বোলিং তোপে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে নিউজিল্যান্ড।
১৬.৫ ওভারেই ৬০ রানে প্যাকেট হয়েছে টম ল্যাথামের দল। এটি যৌথভাবে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন। আর ৬১ রানের মামুলি লক্ষ্য ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের পেরিয়ে গেছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর নিউজিল্যান্ড দলের অধিনায়ক বলেন, ‘হ্যা, আমাদের শুরুটা ছিল অবশ্যই অনেক হতাশাজনক। আমরা জানতাম যে, এই উইকেটে দাঁড়িয়ে থাকাটা কষ্টসাধ্য, তবুও আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলো হারিয়েছি। এখন যেটা দেখছি, এমন কঠিন কন্ডিশন থেকে উত্তরণের একটা উপায় আমাদের বের করে নিতেই হবে।
এবং স্কোরবোর্ডে একটা বড় সংগ্রহ জমা করার চেষ্টা করতে হবে। আগে যেমনটা বলেছিলাম যে, এই উইকেটে কত রান লড়াইয়ের জন্য যথেষ্ট। কিন্তু স্কোরবোর্ডে রান তোলা অতোটা সহজ নয়। যাই হোক, বোলিংয়ে ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্সে আমি খুশি ও গর্বিত।’
সূত্রঃ যুগান্তর অনলাইন