সুপার ওভারে গায়ানা অ্যামাজনের কাছে হারলো নাইট রাইডার্স

ক্রিকেট দুনিয়া September 2, 2021 676
সুপার ওভারে গায়ানা অ্যামাজনের কাছে হারলো নাইট রাইডার্স

লো স্কোরিং টি-টয়োন্টি ম্যাচও কতটা উত্তেজক রূপ নিতে পারে, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ম্যাচ তার আদর্শ উদাহরণ।


শ্বাসরুদ্ধকর দু’দলের লড়াইয়ে বার বার মোড় ঘুরানো ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে জয়টা পেয়েছে গায়ানা। প্রায় জেতা ম্যাচ হাত ফসকে ফেলে ত্রিণবাগো নাইট রাইডার্স।


টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গায়ানার ক্যাপ্টেন নিকোলাস পুরান। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে বিনিময়ে ১৩৮ রান তোলে।


ওপেন করতে নেমে নারিন ২১ রান করেন। কলিন মুনরো ৩২, ওয়েবস্টার ১৯, পোলার্ড ১৩, সেফার্ত ৪ ও উদানা ২১ রানের যোগদান রাখেন। ৩টি করে উইকেট নেন মহম্মদ হাফিজ ও রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট নেন চন্দ্রপল হেমরাজ, নবীন উল হক ও ইমরান তাহির।


জবাবে ব্যাট করতে নেমে গায়ানাও ২০ ওভারে অবিকল নাইটদের মতোই ৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায়। হাফিজ ১৬, হেটমায়ার ২৭, শোয়েব মালিক ১৪, পুরান ২৭ ও শেফার্ড ১৮ রান করেন। রবি রামপাল ৪টি উইকেট নেন। সুনীল নারিন ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।


এর সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুনিল নারাইনের দুর্দান্ত বোলিংয়ে ৬ রানে আটকে যায় গায়ানা। জয়ের জন্য ৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। ক্রিজে ছিলেন পোলার্ডের মতো বিধ্বংসি তারকা। তা সত্ত্বেও নাইটরা রোমারিও শেফার্ডের ওভারে মাত্র ৪ রান তুলতেই সক্ষম হয়।


প্রথম বলেই আউট হন পোলার্ড। শেষ তিন বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন ছিল নাইটদের। তবে তারা মাত্র ১ রান তুলতে পারে। ফলে রোমাঞ্চকর জয়-সহ ম্যাচ থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নেয় গায়ানা। ম্যাচের সেরা হয়েছেন শেফার্ড। - স্পোর্টসজোন২৪