নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ শুরুতে পেয়েও পেনাল্টি মিস করে হাতছাড়া করেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগাল হারের স্বাদ পেতে যাওয়ার একদম শেষ মূহুর্তে তিনিই আবার জ্বলে উঠলেন।
শেষ দিকে জোড়া গোল করে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক। রোমাঞ্চকর লড়াইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে দিল পর্তুগাল।
বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকেও ৮৯ ও ৯০+৬ মিনিটে দুই গোল করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন রোনালদো।
ফলে ২-১ গোলে জিতেছে পর্তুগিজরা। এদিন আলী দাইয়িকে রেকর্ড ভেঙে দুই গোল করে ১১১টি গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৪ সালের ইউরোতে পর্তুগালের প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে গোলটি পেয়েছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। রোনালদো রেকর্ডভাঙা গোলটি পেলেন ৩৬ বছর বয়সে ১৮০তম ম্যাচে।
• আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা
১১১ ক্রিস্টিয়ানো রোনালদো-পর্তুগাল
১০৯ আলী দাইয়ি ইরান
৮৯ মোখতার দাহারি মালয়েশিয়া
৮৪ ফেরেঙ্ক পুসকাস হাঙ্গেরি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪