বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের নতুন রহস্যে রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার সাম্প্রতিক বক্তব্যে সবাই ধরে নিয়েছিলো তিনি আর সভাপতি হিসেবে থাকছেন না। তবে অক্টোবরে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমন কথাও কিন্তু বলেননি তিনি।
আজ (বুধবার) সংবাদ সম্মেলনের শুরুতে বলেছেন, অনেক কাজ, প্রচুর চাপ। চিকিৎসকের নির্দেশ, চাপ কমানোর। তাই নতুন কিছু ভাবতে হচ্ছে তার। তবে শেষে গিয়ে আবার বলেছেন, বোর্ডের সবাই চাইলে হয়তো থাকার কথা ভেবে দেখবেন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি।
সামনে আইসিসির বিশ্বকাপ। এছাড়া ব্যস্ত সূচি। কাজের চাপ যেহেতু বেড়ে যাচ্ছে, তাই দায়িত্ব ভাগ করে দিতে চান, জানিয়েছেন পাপন। এখন দেখার বিষয়, পাপন আবারও বোর্ড সভাপতি হিসেবে থাকবেন নাকি নতুন সভাপতির মুখ দেখেবে টাইগার ক্রিকেট!
সূত্রঃ স্পোর্টসজোন২৪