আইপিএলের বাকি অংশে খেলবেন রাজস্থান রয়্যালসের দুই ইংলিশ তারকা জোস বাটলার ও বেন স্টোকস। এদের দুজনের রিপ্লেসমেন্ট হিসেবে ক্যারিবিয়ান দুই ক্রিকেটার ইভেন লুইস ও ওশেন থমাসকে দলে ভেড়ালো মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।
ইনজুরির কারণে আইপিএলে প্রথম পর্বের শুরুতেই ছিটকে যান স্টোকস। চোট সারিয়ে মাঠে ফিরলে স্বেচ্ছায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে সরে রয়েছেন। আর তাই আইপিএলের বাকি অংশেও দেখা যাবেনা তাকে।
অন্যদিকে জোস বাটলার ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশের ম্যাচগুলিতে মাঠে নামবেন না। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার কারণে স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই দুজনের পরিবর্তে আইপিএলের আর আমিরাত লেগের আগে দুই ব্রিটিশ তারকার পরিবর্ত খুঁজে নিল রাজস্থান রয়্যালস।
অল-রাউন্ডার স্টোসকের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার ওশেন থমাসকে দলে নিয়েছে রাজস্থান। জোট বাটলারের পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস ঢুকে পড়েছেন রাজস্থান শিবিরে। সুতরাং, ইংল্যান্ডের জাতীয় দলের দুই সতীর্থর বদলে রয়্যালস দলে নেয় দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪