নিউজিল্যান্ড সিরিজেও মাঠে ফিরবে না গ্যালারিতে যাওয়া বল

ক্রিকেট দুনিয়া August 31, 2021 825
নিউজিল্যান্ড সিরিজেও মাঠে ফিরবে না গ্যালারিতে যাওয়া বল

বাংলাদেশ- নিউজিল্যান্ড খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই। নতুন খবর হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজের মত নিউজিল্যান্ড সিরিজেও গ্যালারিতে আছড়ে পড়া বল ফিরবে না মাঠে।


নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট অজিদের মত এত কড়াকড়ি আরোপ না করলেও সতর্কতার অংশ হিসেবে একই নিয়ম বহাল রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সফরে এসে অজিরা কড়াকড়িভাবে জানিয়ে দিয়েছিল- ছক্কা হয়ে বল গ্যালারিতে গেলে সেই বল মাঠে ফেরানো যাবে না।


কিউইরা প্রস্তাব দিয়েছিল গ্যালারিতে যাওয়া বল স্যানিটাইজ করে ফের ব্যবহারের জন্য। কিন্তু তাতে আলাদা করে বলবয় নিয়োগের ঝামেলা ও বলের বৈশিষ্ট্য পরিবর্তনের সম্ভাবনা থাকায় বিসিবি অস্ট্রেলিয়া সিরিজের মতই গ্যালারিতে যাওয়া বল একই ম্যাচে পুনঃব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।


বিসিবির একটি সূত্র জানায়, ‘বোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের আলোচনা হয়েছে। করোনার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত হয়েছে। এবারও বল গ্যালারিতে গেলে তা ফিরিয়ে আনা হবে না।’


যে বল গ্যালারিতে আটকে যাবে, সেই বলের ধরন অনুযায়ী আরেকটি রিজার্ভ বল বেছে নেবেন ম্যাচ অফিসিয়ালরা। এজন্য কয়েক প্রকৃতির ব্যবহৃত বল রাখা হবে রিজার্ভে। সূত্র জানায়, ‘যেহেতু ২০ ওভারের ম্যাচ, তাই বলে খুব একটা পরিবর্তন হয় না।


সেই বিবেচনায় নিয়মটি বহাল রাখা হচ্ছে। আর স্যানিটাইজ করতে গেলে টেম্পারিংয়ের বিষয়টি সামনে চলে আসে। তাছাড়া সেক্ষেত্রে গ্রাউন্ডসম্যানকে গ্যালারিতে বসিয়ে রাখতে হত। সিরিজ শুরুর প্রাক্বালে এই মুহূর্তে এটি একটি জটিল প্রক্রিয়া, একইসাথে সময়সাপেক্ষ।’


সূত্রঃ অনলাইন