ভারতে খেলার জন্য জাতীয় দল ছাড়লেন হংকংয়ের অধিনায়ক

ক্রিকেট দুনিয়া August 31, 2021 1,328
ভারতে খেলার জন্য জাতীয় দল ছাড়লেন হংকংয়ের অধিনায়ক

অংশুমান রাথ, হংকং জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ও অধিনায়কও বটে, কিন্ত এই আন্তর্জাতিক ক্রিকেটের মোহ কাটিয়ে বিদায় জানিয়ে নাম লিখিয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে।


রাথ হংকংয়ের হয়ে ১৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বয়স মাত্র ২৩। জন্ম হংকংয়ে হলেও বাবা ও মায়ের জন্মসূত্রে তিনি ওড়িশার ছেলে, সেই সুবাদে রঞ্জি ট্রফিতে খেলবেন ওড়িশার হয়ে। এদিকে ওড়িশার মত দলে আন্তর্জাতিক ক্রিকেটারের অন্তর্ভুক্তি রীতিমত হইচই ফেলেছে।


আইসিসি ইন্টার কন্টিনেন্টাল কাপে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার লোভ ছিলই। সেই লোভই তাকে নিয়ে এসেছে রঞ্জিতে। রঞ্জি ট্রফিতে খেলার আগে এক বছর সময়ের ‘কুলিং-অফ’ এর বিধান রয়েছে। সেই সময়টাও ইতোমধ্যে পার করেছেন অংশুমান।


আন্তর্জাতিক ক্যারিয়ার ছেড়ে কেন ঘরোয়া ক্রিকেট বেছে নিলেন, সেই প্রশ্নে ক্রিকবাজকে অংশুমান বলেন, ‘আমি যেসব সুযোগ পেয়েছি তার জন্য হংকং ক্রিকেটের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি সামনে এগিয়ে যেতে চাই।


সহযোগী দেশগুলোতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি বুঝতে পারি, টেস্ট খেলার লক্ষ্য হংকংয়ে থাকলে পূরণ হবে না। এ কারণেই ভারতে চলে এলাম। আমার বাবা-মায়ের দেশে খেলা আমার জন্য গর্বের ব্যাপার।’


উল্লেখ্য, অংশুমান এখন থেকে ভারতীয় ক্রিকেটার বলে বিবেচিত হবেন। আইপিএলে ভারতীয় ক্রিকেটার হিসেবে অংশও নিতে পারবেন। তার লক্ষ্য অবশ্য আকাশচুম্বী। হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ ছেড়ে ভারতে আসা অংশুমান নিশ্চয়ই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান এই ব্যাটসম্যান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪