সর্বকালের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করলেন সাকিব

ক্রিকেট দুনিয়া August 29, 2021 2,998
সর্বকালের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করলেন সাকিব

ভারতের খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’ কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে নিজের সর্বকালের সেরা স্বপ্নের ওয়ানডে একাদশ জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে অধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।


একাদশে ওপেনার হিসেবে সাকিব বেঁছে নিয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের সেরা ওপেনার সাইদ আনোয়ারকে। ওয়ান ডাউনে সাকিব বেছে নিয়েছেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে।


এরপর চারে সাকিব বেঁছে নিয়েছেন সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে। পাঁচে প্রোটিয়া সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে বেঁছে নিয়েছেন সাকিব। ছয়ে রেখেছেন উইকেট রক্ষক ও অধিনায়ক হিসেবে ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন সাকিব।


দুই অলরাউন্ডারের সাথে জেনুইন বোলার হিসেবে সাকিব রেখেছেন স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নকে, আর পেসার হিসেবে রেখেছেন ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা কে।


সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ: শচীন টেন্ডুলকার, সাইদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪