নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হচ্ছেন নাঈম!

ক্রিকেট দুনিয়া August 28, 2021 911
নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হচ্ছেন নাঈম!

জিম্বাবুয়ে ফরে ভালো খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ওপেনিং জুটি ছিল ব্যর্থ। তবে এই নিয়ে কোন উদ্বেগের কিছু দেখছেন না ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। বরং লিটন দাস ফেরায় শক্ত প্রতিযোগিতা দেখছেন তিনি।


জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচে ওপেনিং জুটি থেকে এসেছিল ১০২, ২০ ও ১৪ রান। দুই ওপেনারের মধ্যে সৌম্য সরকার দুই ম্যাচে পান ফিফটি, এক ম্যাচে ফিফটি করেন নাঈম শেখ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা মিলে ভিন্ন ছবি। সৌম্য একদমই থিতু হতে পারেননি, নাঈম থিতু হলেও দলের চাহিদা পুরোপুরি মেটাতে পারেননি।


কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে উইকেটের কারণেই ব্যাটসম্যানদের পরীক্ষা ছিল কঠিন, প্রিন্স তাই মনে করেন ওপেনারদের নিয়ে চিন্তার কারণ নেই, শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান তার ভাবনা, ‘আমি ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে খুব ভাবছি না। আমরা জিম্বাবুয়েতে এক-দুটি ভালো জুটি গড়েছি। অস্ট্রেলিয়া সিরিজে কন্ডিশন কঠিন ছিল। বাউন্ডারি মারা সহজ ছিল না। এখানে মানিয়ে নেওয়া দরকার।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পারিবারিক কারণে খেলেননি লিটন। এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে অনুমিতভাবেই ফিরেছেন। প্রিন্স আভাস দিয়ে রাখলেন, ওপেন করতে নামবেন তিনিই। কারণে বাকি দুজনের মধ্যে একটা লড়াইও দেখছেন প্রিন্স, ‘আমাদের দলে প্রতিযোগিতাও আছে ওপেনিং পজিশনের জন্য। লিটন নিশ্চয়ই এই সিরিজে সুযোগ পাবে। আর এই প্রতিযোগিতাটা দলের জন্য ভালো।’


শনিবার দলের অনুশীলনে একসঙ্গে পাশাপাশি নেটে ব্যাট করতে দেখা যায় লিটন ও নাঈমকে। তাতে আভাস মেলে শুরুর দিকে হয়ত সৌম্যের চেয়ে লিটনের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন নাঈমই।


সূত্রঃ স্পোর্টসজোন২৪