ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান সিরিজে দুইবার ভারতের জার্সিতে মাঠে নেমে পড়েন ৬৯ জার্সি ধারি জারভো। প্রথমবার বেচে গেলেও এবার জরিমানার সাথে সাথে আজীবন নিষিদ্ধ হলেন হেডিংলিতে।
জারভো পেশায় কমেডিয়ান, চলচ্চিত্র নির্মাতা ও প্রাঙ্ক স্টার। তার ইউটিউব চ্যানেলে দেখা যায় তিনি এমনভাবে আরও খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত অতিথি হিসেবে প্রবেশ করে মানুষকে চমকে দিয়েছেন। তবে ক্রিকেট মাঠে এবার আর ছাড় পেলেন না তিনি।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রোহিত শর্মা আউট হওয়ার পরেই পুরোদস্তুর একজন ব্যাটসম্যান সেজে মাঠে নেমে পড়েছিলেন জার্ভো। এক দৌঁড়ে পৌঁছে গিয়েছিলেন পিচ পর্যন্ত।
তবে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করতে বেশ বেগ পান। একপ্রকার টানাহেঁচড়া করেই জার্ভোকে বের করতে হয় হেডিংলি থেকে। এর আগে লর্ডসে ভারতের জার্সি পরে ফিল্ডিং করতে নেমেছিলেন জার্ভো।
একই সিরিজে দ্বিতীয় বার এই কাজ করার পর আর ছাড় পেলেন না তিনি। ইয়র্কশায়ার নিশ্চিত করেছে, জার্ভোকে হেডিংলিতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আর কখনো হেডিংলিতে দেখা যাবে না এই কমেডিয়ানকে। পিচ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে তার ওপরে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪