আইপিএলের দ্বিতীয় লেগে খেলার সূযোগ পেলেন যারা

ক্রিকেট দুনিয়া August 28, 2021 1,257
আইপিএলের দ্বিতীয় লেগে খেলার সূযোগ পেলেন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্বে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বহু পরিবর্তন হয়েছেন। বহু প্লেয়ারকেই দ্বিতীয় পর্বে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বিদেশি প্লেয়ারদের। তাঁদের জায়গায় নেওয়া হয়েছেন নতুন ক্রিকেটার। নতুন করে লড়াই শুরু হবে দ্বিতীয় পর্বে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ইতিমধ্যে পরিবর্তিত বিদেশি ক্রিকেটারদের নাম-ও ঘোষণা করে দিয়েছে। চলুন দেখে নেয়া যাক কোন বিদেশি ক্রিকেটারের পরিবর্তে কারা আইপিএলের দ্বিতীয় পর্বে সই করলেনঃ


রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ


১)অ্যাডাম জাম্পার পরিবর্তে সই করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।


২) ড্যানিয়েল স্যামসের পরিবর্তে জায়গা করে নিয়েছে দুশমন্ত চামেরা।


৩)কেন রিচার্ডসনের পরিবর্তে জর্জ গার্টনকে নেওয়া হয়েছে।


৪)ফিন অ্যালেনের পরিবর্তে টিম ডেভিড ঢুকেছেন দলে।


কলকাতা নাইট রাইডার্সঃ


১)প্যাট কামিন্সের জায়গায় দলে নেওয়া হয়েছে টিম সাউদিকে।


রাজস্থান রয়ালসঃ


১)জোফরা আর্চারের জায়গা নেওয়া হয়েছে গ্লেন ফিলিপসকে।


২)অ্যান্ড্রু টাইয়ের জায়গায় দলে ঢুকেছেন তাবরেজ সামসি।


পাঞ্জাব কিংসঃ


১)ঝাই রিচার্ডসনের জায়গায় দলে ঢুকেছেন আদিল রশিদ।


২)রাইলি মেরিডিথের জায়গায় নেওয়া হয়েছে নাথান এলিসকে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪