শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডকে হারালো জিম্বাবুয়ে

ক্রিকেট দুনিয়া August 27, 2021 863
শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডকে হারালো জিম্বাবুয়ে

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। মাত্র ১১৭ রান করেও বোলারদের নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেই ক্রেইগ আরভিনের দল।


ডাবলিনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার মাধভেরে ও মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন উইকেটরক্ষক রেজিস চাকাভা। অন্য প্রান্তে উইকেট পড়লেও একাই লড়াই করে যান তিনি। তার ২৮ বলে ৪৭ ও শেষ দিকে মাসাকাদজার ১৫ বলে অপরাজিত ১৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১১৭ রান তুলে জিম্বাবুয়ে।


জবাবে ব্যাট করতে নেমে পল স্টারলিং ও ও ব্রায়েনের ব্যাটে ভাল সূচনা পায় আইরিশরা। ২৭ রানের জুটির পর ১৯ বলে ২৪ রান করে ফেরেন স্টারলিং। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বালবির্নিরা। স্টারলিংয়ের পর কেবল ও ব্রায়েন প্রথম ৭ জনের মধ্যো দুই অঙ্কের ঘরে (২৫) পৌছাতে পারেন। ফলে ৮৮ রানেই ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড।


শেষদিকে আইরিশদের জয়ের স্বপ্ন দেখান সিমি সিং। শেষ ওভার পর্যন্ত ৭ উইকেটেই জয় থেকে ৬ রানে দূরে থাকে স্বাগতিকেরা। কিন্তু এনগ্রাভার দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলতে সক্ষম হয় তারা। একদিকে সিমি ২২ বলে ২৮ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৪ রানে থামে আইরিশদের ইনিংস।


সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে: ১১৭/৭(২০)

চাকাভা ৪৭, মাসাকাদজা ১৯*

ইয়াং ২/১৫, সিমি সিং ২/২২


আয়ারল্যান্ড: ১১৪/৯(২০)

সিমি সিং ২৮*, ও’ব্রায়েন ২৫

বার্ল ৩/২২, জংঙ্গুয়ে ২/১৭, মাসাকাদজা ২/১৮


জিম্বাবুয়ে ৩ রানে জয়ী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪