গ্লাভসে টেপ লাগালেন পান্ট, খুলতে বাধ্য করলেন আম্পায়ার

ক্রিকেট দুনিয়া August 27, 2021 1,298
গ্লাভসে টেপ লাগালেন পান্ট, খুলতে বাধ্য করলেন আম্পায়ার

উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব পালনের সময় নিয়ম ভাঙলেন ভারতীয় উইকেটরক্ষক রিষভ পান্ট। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে গ্লাভসে টেপ জড়িয়ে রেখেছিলেন পান্ট। কিন্তু নিয়ম বিরুদ্ধ সেই কাজ করায় টেপ খুলতে বাধ্য করলেন আম্পায়ার।


ক্রিকেটের নিয়ম অনুযায়ী উইকেটরক্ষক যদি গ্লাভস পরেন তা হলে তর্জনী এবং বুড়ো আঙুলে টেপ লাগানো যেতে পারে। তার বাইরে অন্য কোনও আঙুলে টেপ লাগানোর নিয়ম নেই। কিন্তু লিডসে পান্টের অনামিকায় টেপ জড়ানো দেখা যায়।


আর সেই কারণেই গ্লাভস থেকে টেপ খুলতে নির্দেশ দেন আম্পায়ার। লিডসে টেস্টের দ্বিতীয় দিনে ঘটে এই ঘটনা। তারপর অবশ্য দেখা যায় ভারত বিরাট কোহলি পান্টের গ্লাভস থেকে টেপ খুলে দিচ্ছেন। - স্পোর্টসজোন২৪