বার্বাডোজকে হারিয়ে সিপিএল শুরু করল গেইল-ব্রাভোরা

ক্রিকেট দুনিয়া August 27, 2021 700
বার্বাডোজকে হারিয়ে সিপিএল শুরু করল গেইল-ব্রাভোরা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ আসরের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গেইল-ব্রাভাদের সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে জেসন হোল্ডারের বার্বাডোজ রয়্যালসকে ২১ রানে হারিয়েছে তারা।


ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় সেন্ট কিটস। দলের হয়ে সর্বোচ্চ ৫৩(৪৩) রান করেন রাদারফোর্ড। এছাড়াও অধিনায়ক ডোয়াইন ব্রাভো ৩৫ বলে অপরাজিত ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন। গেইল ৯ বলে ১২ রান করে আউট হন।


জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয় বার্বাডোজ। সর্বোচ্চ ৪৪(৩৮) রান করেন শাই গোপ। এছাড়াও আজম খান ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলে রান আউট হন।


সংক্ষিপ্ত স্কোরঃ

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস: ১৭৫/৫(২০)

রাদারফোর্ড ৫৩, ব্রাভো ৪৭*

থমাস ৩/২২, আমির ১/২০


বার্বাডোজ রয়্যালস: ১৫৪/৭(২০)

হোপ ৪৪, আজম ২৮

ড্রিকস ২/১৩, কট্টেল ২/৩৯


সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস ২১ রানে জয়ী।


সূত্রঃ স্পোর্টসজোন২৪