প্রথমবারের মতো আইপিএলে সূযোগ পেলেন আদিল রশিদ

ক্রিকেট দুনিয়া August 26, 2021 864
প্রথমবারের মতো আইপিএলে সূযোগ পেলেন আদিল রশিদ

ইংল্যান্ড ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আদিল রশিদ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।


নতুন খবর হচ্ছে, ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশের জন্য পাঞ্জাব কিংস দলে টেনেছে অভিজ্ঞ ইংলিশ স্পিনার আদিল রশিদকে। জাই রিচার্ডসন সংযুক্ত আরব-আমিরাতের আইপিএল পর্ব থেকে ছিটকে পড়ায় আদিল রশিদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে কিংস ফ্র‍্যাঞ্জাইজি। প্রথমবারের মতো আইপিএল মাতাবেন আদিল রশিদ।


পাঞ্জাব কিংস ফ্র‍্যাঞ্জাইজি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, জাই রিচার্ডসনের বদলি হিসেবে পাঞ্জাব দলে যুক্ত হলেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। ইংল্যান্ড দলের সতীর্থ ডেভিড মালান ও ক্রিস জর্ডানের সাথে খুব শীঘ্রই পাঞ্জাব কিংস টিম ক্যাম্পে যোগ দেবেন আদিল রশিদ।


রাইলি মেরেডিথ ও জাই রিচার্ডসন আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে সংযুক্ত আরব-আমিরাতে যাবেন না। তাঁদের বিকল্প হিসেবেই মূলত নাথান এলিস এরপর আদিল রশিদকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস ফ্র‍্যাঞ্জাইজি।


আদিল রশিদ এর আগে বিগ ব্যাশ লিগ (বিবিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং টি-টেন ​​লিগ সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি এবারই প্রথমবারের মতো দল পেলেন। - বিডি২৪রিপোর্ট