ডাক্তার বলেছে ক্রিকেট থেকে বাইরে থাকতে : নাজমুল হাসান পাপন

ক্রিকেট দুনিয়া August 26, 2021 1,480
ডাক্তার বলেছে ক্রিকেট থেকে বাইরে থাকতে : নাজমুল হাসান পাপন

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ। যার পিছনে অনেকটাই বড় অবদান রয়েছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। মূলত তার আমল থেকেই ক্রিকেটে দারুণ সাফল্য পেতে শুরু করেছে টাইগাররা।


প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপ জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগার যুবাদের বিশ্বকাপ জয় এবং প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুধু তাই নয় ক্রিকেটারদের উন্নয়নে অনেক কাজ করেছেন তিনি।


সেই সাথে দলে পারফরম্যান্স নিয়ে কথা বলায় অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দল জিতলে যেমন তিনি খুশি হন তেমনি হারলে মেজাজ খারাপ হয় তার।


বাংলাদেশের হার কোন রকম মেনে নিতে পারেন না তিনি। বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমার একটা খারাপ হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ হয়”।


“আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে যে যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।”


“ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।” – যোগ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট