পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের জন্য দুইটি জাতীয় দল করা হবেঃ পাপন

ক্রিকেট দুনিয়া August 26, 2021 1,869
পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের জন্য দুইটি জাতীয় দল করা হবেঃ পাপন

করোনাভাইরাস পাল্টে দিয়েছে অনেক কিছু। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ব্যস্ত সুচি থাকার কারণে ইতিমধ্যেই দুইটি করে দল গঠন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের মতো দল। কিছুদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় সারির দল নিয়ে অন্ড এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হাঁটছে সেই পথে।


এ বছরের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। তাই একই সময় দুটি সিরিজ হওয়ায় অনেকটাই সমস্যায় পড়তে হবে ক্রিকেট বোর্ডকে। যার কারণে দুটি জাতীয় দল তৈরি করার পরিকল্পনা করেছে বিসিবি।


আজ বিসিবির এজিএম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আগামিতে পাকিস্তান সিরিজ আছে, এরপরই নিউজিল্যান্ড। বিভিন্ন দেশ একাধিক জাতীয় দল গঠন করছে। আমরা সে ভাবে এগুচ্ছি। আগামিতে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ আছে, ওই সময় দু’টি জাতীয় দল দেখা যেতে পারে”।


বিশেষ করে করোনাকালীন সময়ে খেলোয়াড়ের সুরক্ষা এবং বিশ্রাম দিতে গিয়েই জাতীয় দল গঠনে একাধিক দল করছে ইংল্যান্ড, ভারতের মতো দলগুলো। বিশ্বকাপকে সামনে রেখেও দলগুলো একাধিক জাতীয় দল গঠন করছে। কিছু দিন আগে ইংল্যান্ডের ক্রিকেটাররা করোনাভাইরাসে আক্রান্ত হলে দলটি আরেকটি জাতীয় দল গঠন করে সিরিজ চালিয়ে নেয়।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট