যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রিকেট দুনিয়া August 26, 2021 1,042
যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশ- নিউজিল্যান্ডের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।


নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয় দেশেই সম্প্রচার করা হবে। সিরিজটি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর।


আগামী ১ সেপ্টেম্বর থেকে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টা থেকে।


আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো মিডিয়া সিরিজটি সম্প্রচার করেনি। সিরিজে নাকানিচুবানি খাওয়ার পরে অবশ্য তারা বেশ সমালোচিত হয়েছিলেন। তবে নিউজিল্যান্ড আর সেই ভুল করেনি। তাদের দেশে সরাসরিই বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো দেখা যাবে।


বাংলাদেশে দুইটি টিভি চ্যানেল, টি-স্পোর্টস ও গাজী টিভি (জি টিভি) টেলিভিশনের ম্যাচগুলো সম্প্রচার করবে। টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচগুলো। এছাড়া বাংলাদেশের র‍্যাবিটহোলে সবগুলো দেখা যাবে। নিউজিল্যান্ড এই সিরিজ দেখাবে কেবল স্পার্ক স্পোর্টস।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট