ইংলিশ পেস তান্ডবে মাত্র ৭৮ রানে অল আউট হয়েছে ভারত। লিডসে তৃতীয় টেস্টের প্রথমদিনে টস জিতে ব্যাটে আসা ভারত মাত্র ৪৯.৫ ওভারে ৭৮ রানে অল আউটের লজ্জায় পড়েছে।
এদিন আগে ব্যাট করতে নেমে অ্যান্ডারসন, রবিনসন ওভারটন ও স্যাম কুমানদের সামনে দাড়তেই পারেনি কোহলিরা। অ্যান্ডারসন ও ওভারটন ৩ টি করে ও রবিনসন ও কুরান দুইটি করে উইকেট নেন।
ভারতের পক্ষে দুই অংকে যেতে পারেন শুধু মাত্র দুই ব্যাটসম্যান। রোহিত শর্মা ১৯ ও রাহানে ১৮ রান করেন। ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার কোনো টেস্টের প্রথম ইনিংসে কোনো ব্যাটসম্যান ২০ রান করতে পারেনি।
৭৮ রানে অল আউট ভারতের প্রথম ইনিংসে তৃতীয় সর্বনিন্ম। তবে টেস্টে ভারতের সর্বনিম্ন রান ৩৬ (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। যদিও দেশের বাইরে প্রথম ইনিংসে সর্বনিম্ন রান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪