ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ।
আইপিএলের এবারের আসরে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। যদিও আইপিএলের বাকি অংশে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের এই দুই ক্রিকেটারের।
একই সময় বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। কিন্তু শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করেছে ইংল্যান্ড। যার কারণে আবারো আইপিএলের খেলার জন্য সময় পাচ্ছে সাকিব এবং মুস্তাফিজ। ইতিমধ্যেই বিসিবির কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মোস্তাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, “মুস্তাফিজের কাছ থেকে আমাদের কাছে একটি আবেদন এসেছে। তবে এখনো আমরা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে ওর ওখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে”।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট