টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখল নিউজিল্যান্ড দল

ক্রিকেট দুনিয়া August 24, 2021 709
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখল নিউজিল্যান্ড দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আজ দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন কিউইরা।


বিমানবন্দরে ইমিগ্রিশনের প্রক্রিয়া সেরে সফরকারী ক্রিকেটাররা চলে যান সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যেখানে আগে থেকেই রয়েছেন আরও দুই কিউই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে তারা গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছে যান।


সূত্রঃ অনলাইন