বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও ব্যাট হাতে এখনো ধারাবাহিক হতে পারেননি মোহাম্মদ মিঠুন। অবশ্য কেবল মিঠুন নয়, এমন আরো কয়েকজন ব্যাটসম্যান আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুনকেই বেশি আক্রমণ করেন ক্রিকেট সমর্থকরা। এবার তাদের জবাব দিতে চান মিঠুন।
আরও ভালো প্রস্তুতি নিয়ে দলে ফিরেই জবাব দিতে চান তিনি, ‘এখানেই আমার ক্যারিয়ারের শেষ নয়, এবং আমার অনেক বেশি বয়সও হয়নি। যখন একজন খেলোয়াড় ভালো করতে পারবে না সে দল থেকে বাদ পড়বে, এটি খুবই স্বাভাবিক। আমি আগেও দল থেকে বাদ পড়েছি। তাই আমাকে খুঁজতে হবে আরও ভালো একজন খেলোয়াড় হয়ে কীভাবে দলে ফেরা যায়।’
সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে মিঠুন বলেন, ‘অনলাইন অ্যাবিউজ নিয়ে সিনিয়র ক্রিকেটাররা আগেও কথা বলেছেন, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আমার মনে হয়, যারা আমাকে নিয়ে উপহাস করছে, তাদের ক্রিকেট সম্পর্কে ধারণাই নেই। আমি নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কিন্তু আপনি কী সবকিছুই এভাবে এড়িয়ে যেতে পারবেন? আপনার বন্ধুরা আপনাকে এসব দেখাবে।’
সূত্রঃ বিডিক্রিকটাইম