নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব আল হাসান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সাকিব আল হাসানের পরিবার। সেখান থেকে আগামীকাল দেশে ফিরবেন তিনি। দেশের একটি ইংরেজী সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির কর্মকর্তা। তিনি জানিয়েছেন,
“আশা করা হচ্ছে সাকিব-আল-হাসান ২৪ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডের সাথে বায়ো বাবলে যোগ দেবেন তিনি যোগ দেবেন তিনি”।
তবে বাংলাদেশে এসে দুই দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না সাকিব আল হাসানকে। ইতিমধ্যে করোনা ভাইরাসের টিকা সম্পন্ন করেছেন সাকিব।
সাকিবের আগমনের পর দুই দিনের হোম কোয়ারেন্টাইন অনুসরণ করার প্রয়োজন নেই কারণ তিনি তার টিকা কোর্স সম্পন্ন করেছেন। তাছাড়া তিনি আমার জানামতে তার বাসভবনে অবস্থান করছেন।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট