টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দুই বার বিশ্বকাপ জয় লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্যারেন সামির হাত ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তা-ই নয় গত ৬ টুর্নামেন্টের মধ্যে ৪ বার সেমিফাইনাল খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
তাইতো এবারের আসরে ও ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট মানছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। আগামী অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে কিছুটা দুর্বল হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ফেভারিট হয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করে ওয়েস্ট ইন্ডিজ।
এক সাক্ষাৎকারে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামি বলেন, “এটা বলতে আমার কোন বাধা নেই এবারও ওয়েস্ট ইন্ডিজ কাপ উঁচিয়ে ধরবে। যখন আপনি এই দলটির দিকে দেখবেন! সবাই বলবে আমি পাগলের প্রলাপ বকছি। কিন্তু সর্বশেষ তিনটি টুর্নামেন্টে দেখেন আমরা কিন্তু সেরা চারে যেতে সক্ষম হয়েছি যার মধ্যে দুটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।”
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল অনেক শক্তিশালী। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মত বড় তারকা ক্রিকেটার রয়েছে এই দলে। অন্য দুই ফরমাটে থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বেশি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। তাই তাদের দলের ক্রিকেটার যে কোন দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে বলেই জানিয়েছেন ড্যারেন সামি।
“এই দলের ক্রিকেটার দেশেই সক্ষমতা রয়েছে। আপনি অধিনায়ক পোলার্ডের দিকে দেখুন। ইউনিভার্স বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ফেবিয়্যান অ্যালেন, এভিন লুইস। কি বলব আমি চাইলে আপনাকে আরো বড় একটি লিস্ট ধরিয়ে দিতে পারি যারা আপনাকে যে কোন সময় আক্রমণ করেত পারে”।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট