পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল থেকে নাম প্রত্যাহার কনওয়ের

ক্রিকেট দুনিয়া August 23, 2021 946
পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল থেকে নাম প্রত্যাহার কনওয়ের

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সরের যাবে টম লাথামের দল। কিন্তু আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে তালেবানদের আগ্রাসন এবং তাঁদেরকে পাকিস্তান সমর্থন দেয়ার কারণে শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর।


সিরিজ শঙ্কার মুখে থাকলেও সেটির প্রস্তুতি মানসিক ভাবে নিয়ে রাখছেন কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আইপিএলের বদলে দেশের হয়ে খেলাকেই বেছে নিলেন তিনি।


সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন কনওয়ে। যার সুবাদে স্থগিত আইপিএল শুরুর আগে তাকে দলে নেওয়ার চিন্তা ছিল অনেক ফ্র্যাঞ্চাইজির। তবে টুর্নামেন্টে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী কনওয়ে।


প্রসঙ্গত, বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝ পথেই স্থগিত হয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ভারত।


সূত্রঃ এসএনপি স্পোর্টস